মোমিন মুসলমানের কাছে রমজান মাসে সঙ্গম অপেক্ষা সংযম শ্রেয়।
গুগল ট্রেন্ডস ঘেঁটে babble একটা গ্রাফের লিংক পাঠালেন। সেটি দেখে ওপরের বাক্যটি মাথায় এলো। গ্রাফে দেখা যাচ্ছে, রমজান মাসে মুসলমান দেশগুলো থেকে সেক্স সংক্রান্ত সাইট-সন্ধান-তৎপরতা হ্রাস পায়। তবে মজার ব্যাপার, এই গ্রাফই বলে দিচ্ছে, রমজান মাস শেষ হতে না হতেই মুসলমানেরা ক্কাযা-সেক্সসন্ধান আদায় করে নেয় এবং ফল হিসেবে এই লাইনে তাদের চ্যাম্পিয়নশিপ অক্ষুণ্ণ থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন