আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ২১ আগস্ট, ২০১০

ছাগুপোন্দনপুরাণ

লিখেছেন প্রিয়াম শংকর ঘোষ


এক. 

একদা এক ছাগু আমার সাথে তর্কের এক পর্যায়ে আমারে জিগাইল:
- ভাই, আপনি কি কোনো দিক দিয়েই ধর্মকে একটুও সম্মান করেন না?

আমি কইলাম:
- হ্যাঁ ভাই, পৃথিবীর সবচেয়ে পুরাতন রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আমি ধর্মকে মানি।

ছাগু খেইপ্পা আমারে কইল:
- তুমি তো, মিয়া, শুনসি অনেক ভালো ভালো উদাহরণ দিতে জান। তোমার এই দাবিটা কোনো উদাহরণ দিয়া বুঝাইতে পারবা নাকি, শালার পুত?

আমি সুন্দর করে তাকে নিচের কৌতুকটা শুনাইলাম:
রাজনৈতিক নেতা এক পিতা এবং তার পুত্রের কথোপকথন।
পোলা: আব্বা, কেউ তোমার দল ছেড়ে অন্য দলে গেলে দাকে কী বলা যায়?
বাপ: ওই বেটা নিঃসন্দেহে দেশদ্রোহী, অদুরদর্শী এক কুলাঙ্গার।
পোলা: আর কেউ অন্য দল ছেড়ে তোমার দলে আসলে ?
বাপ: সে নিঃসন্দেহে দূরদর্শী এবং অসাধারণ দেশপ্রেমিক। তার কাছ থেকে দেশ ও দশের উন্নতি আশা করা যায়।

তারপর কইলাম:
- যারা ধর্মকে রাজনৈতিক সংগঠন হিসেবে মানতে রাজী না তাদের জিগাইতে চাই - এইখানে রাজনীতিকের জায়গায় ধার্মিক লিখলে কি খুব বেশি পার্থক্য দেখা যায় ? 


দুই. 

একবার এক মুসলিম পোলা আমার কাছে আইসা কথা শুরু করলো:

পোলা: ভাই, মাফ করবেন, আপনি কি প্রিয়াম?

আমি: হ্যাঁ।

পোলা: নাস্তিক নাকি আপনি?

আমি: হ্যাঁ, তো হইছেটা কী?

পোলা: প্রিয়াম ভাই, দেখেন, আপনি নাস্তিক হন আর যা-ই হন, অন্য ধর্মকে আঘাত করার কোনো অধিকার আপনার নাই।

আমি: ও আচ্ছা, আপনি কি এখানকার RIGHTS MANAGEMENT OFFICER নাকি ?

পোলা: আরে ভাই, ইয়ার্কি করবেন না। আপনি এভাবে সবাইকে অপমান করে বেড়ানোর শিক্ষা কই থেইকা পাইসেন ?

আমি: ভাই, এই শিক্ষা আমি সব ধর্ম থেকেই পাইসি।

পোলা: এসব কী বলেন? অন্য ধর্ম এসব করে কিন্তু ইসলাম তো এসব অপমান করে না।

আমি: ভাই, আমি এখানকার যতগুলা বাস-কার-মাইক্রোবাস দেখসি, তার অনেকগুলাতেই বড় করে স্টিকার লাগানো ---THERE IS NO GOD BUT ALLAH, MOHAMMAD IS HIS MESSENGER ONLY.---তো এটা দিয়া কি আপনারা অন্য কোনো ধর্মকে আঘাত করেন না?

পোলা: আরে ভাই, এখানে তো আমরা শুধু সত্য কথাটা তুলে ধরতেসি।

আমি হাসতে হাসতে কইলাম:
- আসলে ভাই, আমি নিজেও সেই কাজটাই নিরলসভাবে করে যাচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন