হায় নির্বোধ মানুষ! ধর্মবিশ্বাস মানুষের মগজকে অর্থাৎ সুস্থচিন্তাক্ষমতাকে কীভাবে চিবিয়ে গিলে ফেলে, এবার হিন্দুধর্মাবলম্বীদের উদাহরণে দেখুন।
"পুরাণে অনেক হিন্দু দেবদেবীরই জন্মমাসের উল্লেখ রয়েছে। কিন্তু সেই ভাবে ঐশ্বরিক জন্মদিন বলতে ওই একটিই, জন্মাষ্টমী। অন্যান্য ধর্মে অবশ্য ঈশ্বরের জন্মদিনের আরও নজির রয়েছে— যিশুর জন্মদিন, হজরত মহম্মদের জন্মদিন, বুদ্ধদেবের জন্মদিন। হাসপাতালের হিসেব বলছে, ওই সব ‘পবিত্র দিন’ তো বটেই! তা ছাড়াও ইদানীং গণৎকারদের বিধান অনুযায়ী ক্ষণ-তিথি মিলিয়ে বাচ্চার জন্মের ব্যাপারটা বাঙালি-অবাঙালি সকলের মধ্যেই বাড়ছে। ব্যাপার কী?"
আনন্দবাজার পত্রিকার রিপোর্ট।
লিংক পাঠিয়েছেন দিগন্ত সরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন