নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ নিয়মিতভাবে খাদ্যদ্রব্যের পার্সেল পাঠিয়ে সহায়তা করে থাকে অভাবীদের। খুবই মহৎ কাজ, সন্দেহ নেই। তবে সম্প্রতি যথেষ্ট স্বেচ্ছাসেবী পাওয়া যাচ্ছে না বলে পার্সেলগুলো পৌঁছিয়ে দেয়া দুরূহ হয়ে পড়েছে। খুবই খারাপ কথা। তো এক প্রাক্তন ট্রাক ড্রাইভার স্বেচ্ছাশ্রম দিতে আগ্রহ জানালে তাঁকে প্রত্যাখ্যান করা হয়। একমাত্র কারণ ছিলো, তিনি নির্ধর্মী। খ্রিষ্টান ছাড়া আর কোনও মতাবলম্বীর মাধ্যমে পার্সেল তারা পাঠাবে না, অভাবীদের যতো প্রয়োজনই থাক না কেন! খ্রিষ্টানদের মাধ্যমে তা না পাঠালে চার্চের পরহিতকর কর্মের লক্ষ্য অর্জিত হবে না বলেই প্রত্যাখ্যাত হন সেই ট্রাক ড্রাইভার। ধিক এমন "পরহিতকারীদের" প্রতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন