মনুষ্যত্ববোধ লুপ্ত করে দেয় যে-অন্ধবিশ্বাস, সেটির নাম ধর্ম। ক্ষতিকারক কুসংস্কারে প্রশ্নাতীত আস্থা স্থাপনে সবচেয়ে বড়ো প্রভাবকের নামও ধর্ম।
আফ্রিকায় witchcraft নামের মনগড়া ধারণাটির উদ্ভব, বিকাশ ও প্রসার হয়েছে ধর্মের নামে। এবং ধর্ম এখন যথারীতি চালিয়ে যাচ্ছে তার স্বভাবসিদ্ধ কর্মপদ্ধতি: চিকিৎসার নামে দেদারসে টাকা হাতিয়ে নিচ্ছে চিরদরিদ্র আফ্রিকানদের কাছ থেকে। প্রাসঙ্গিক দু'টি পোস্ট (সকল ধর্ম নিপাত যাক এবং মানুষকে অমানুষ বানায় ধর্ম) আগে প্রকাশিত হয়েছিল এই ব্লগে । আজ দেখুন, সিএনএন-এর তিনটি ভিডিও-রিপোর্ট। ধর্মবিশ্বাসের নামে অবুঝ, নিরপরাধ শিশুদের অবর্ণনীয় কষ্ট দেখে চোখ ভিজে যায়।
ভিডিও দেখার সময় বা সুযোগ না থাকলে এখানে একটি নিবন্ধ পড়ে নিন।
ডাউনলোড লিংক (২০ মেগাবাইট)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন