গ্রাউন্ড জিরোতে নির্মিতব্য মসজিদের পরিকল্পনা বাতিল না করলে মুসলমানদের ইতরামি, উগ্রতা ও মানুষের কষ্টের স্মৃতির প্রতি উদ্ধত তাচ্ছিল্য প্রদর্শনের প্রবণতা আবারও প্রমাণিত হবে। ১০০ মিলিয়ন ডলার মূল্যের সেই মসজিদ বানানোর অধিকার (right) তাদের থাকলেও নৈতিকভাবে কাজটি করা কি উচিত (right)? উচিত মসজিদের উদ্বোধন ১১ সেপ্টেম্বরে করা? ইসলামের নামে মুসলমানদের ঘটানো ভয়াবহ সেই ঘটনার দশ বছর পূর্তির দিনে? বিন্দুমাত্র লাজ-লজ্জা, সভ্যতা কি নেই এদের ভেতরে?
মসজিদের নির্মাণকাজে নিউ ইয়র্কের নির্মাণকর্মীদের অংশগ্রহণ না করানোর জন্য উদ্যোগ নিয়েছেন Andy Sullivan। প্রথমে ৮ আগস্টে ফক্স নিউজকে দেয়া তাঁর সাক্ষাৎকার দেখুন।
এবার দেখুন সিএনএন-কে দেয়া টেলিফোন-সাক্ষাৎকার:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন