বাস্তবজীবনে এবং নেটে দুই ধরনের ছাগুর সাক্ষাৎ পাওয়া যায়: পাকিমনপেয়ার ছাগু এবং ধর্মছাগু। ধর্মকারীর চরিত্রের সঙ্গে সঙ্গতি রাখতে আমাদের লক্ষ্য হবে ধর্মছাগুরা। তাদের সঙ্গে নানান সময়ে তর্ক-বিতর্ক অথবা বাকবিতণ্ডার সময়ে নানাবিধ মজার ঘটনা নিশ্চয়ই ঘটে। ধর্মকারীর পাঠকদের ভেতরে ছাগুপোন্দকের সংখ্যা নেহাত কম নয়। তাঁদের জীবনের এই মজাদার দিকটির সঙ্গে বাকি পাঠকদের পরিচয় করিয়ে দেয়ার আহ্বান জানানো হচ্ছে তাঁদের প্রতি। আশা করছি, তাঁদের সক্রিয় অংশগ্রহণে সিরিজটি দাঁড়িয়ে যাবে।
ভেবে দেখলাম, মজাদার কাহিনীগুলো সংকলন কর একখানা ই-বুকও বের করা যেতে পারে ভবিষ্যতে।
ভেবে দেখলাম, মজাদার কাহিনীগুলো সংকলন কর একখানা ই-বুকও বের করা যেতে পারে ভবিষ্যতে।
বলে রাখা প্রয়োজন, এরকম একটা কিছু করা যেতে পারে বলে আইডিয়া দিয়েছেন ধর্মকারীর পাঠক Preeam Shankar Ghosh।
অচিরেই আসিতেছে প্রথম পর্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন