সোমবার, ৯ আগস্ট, ২০১০

ধর্মবাজের ভেলকি

লিখেছেন তুহিন তালুকদার

তাজা খবর! হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস হিন্দু ধর্মে দীক্ষিত হলেন। না পাঠক, আপনি ভুল শোনেন নি। হিন্দু ধর্মে দীক্ষিত হলেন জুলিয়া রবার্টস। 


এতকাল হিন্দু হওয়ার একমাত্র উপায় ছিল হিন্দুর ঔরসে হিন্দুর গর্ভে জন্মগ্রহন। অহিন্দুদের জন্য এই ধর্ম গ্রহনের কোনো উপায় ছিল না। কিন্তু একবিংশ শতাব্দীর পণ্ডিতেরা তাঁদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বেদ, গীতা সবকিছুকে পাশ কাটিয়ে এই অসাধ্যটি সাধন করে ফেললেন। 

হিন্দু ধর্মের আদি নাম সনাতন ধর্ম, এর অর্থ যা চিরন্তন, কোনো পরিবর্তন নেই। পরিবর্তনে অনীহা থাকা, বিশুদ্ধবাদীতায় বিশ্বাসী এই ধর্মটি হঠাৎ কেন পরিবর্তনবাদী হয়ে উঠল?  অহিন্দুদের ম্লেচ্ছ, যবন ইত্যাদি উপাধি (!) দিয়ে এতকাল হেলা করার কারণে সংখ্যাগতভাবে ক্রমহ্রাসমান অন্যতম ধর্মে পরিণত হয় হিন্দু ধর্ম। এখন সেই অপবিত্র ম্লেচ্ছদের সাদরে গ্রহণের পথ খুলে দেওয়া হয়েছে। 

জয়তু পণ্ডিতাদর্শ! জয়তু ধর্মবাজ! জয়তু ভেল্কিবাজী!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন