আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ৯ আগস্ট, ২০১০

ধর্মবিশ্বাস মানবজীবনের চেয়ে বেশি মূল্যবান


ধর্মের কাছে মানবজীবনের চেয়ে বিশ্বাসের মূল্য বেশি। আর তাই সমকামীদের হত্যা করার দাবি তোলে আফ্রিকার ইসলামী আর খ্রিষ্টান ধর্মযাজকেরা (মানবহত্যা, সহিংসতা বিষয়ে বিষয়ে ধর্মগুলোর ভেতরে সাদৃশ্যের কারণে সেগুলো একাট্টা হতেই পারে!)। কারণ ঐশী কিতাবগুলোর সমর্থন নেই সমকামিতায়। অতএব তাদের হত্যা করতে বাধা নেই কোনও! একজন তো বলেই বসলো, কোনও সমকামী তার চোখে পড়লে তাকে সে পুড়িয়ে মারবে। এমনকি তার আপন সন্তান বা ভাইও যদি সমকামী হয়, তাকে বা তাদেরকে হত্যা করতে সে দ্বিধা করবে না। 

ওদিকে ধর্মযাজকেরা জোর গলায় প্রচার চালিয়ে যাচ্ছে, সমকামীরা কুকুরের চেয়েও অধম। কারণ জীবজগতে নাকি সমকামিতা নেই! কী ভয়াবহ মিথ্যে! ভুরি-ভুরি নিদর্শন আছে! এই বিষয়ে নির্মিত অনেক ডকুমেন্টারি ফিল্ম এবং অজস্র টুকরো ভিডিও ইউটিউবেই পড়ে আছে। বস্তুত মানবসমাজে এবং জীবজগতে সমকামিতা যে অনেকের জন্যে সহজাত ও প্রাকৃতিক প্রবৃত্তিপ্রসূত, তা নিয়ে সংশয়ের অবকাশই নেই।


ডাউনলোড তরিকা

বাইশ মিনিটের আরেকটি ডকুমেন্টারি দেখুন। অজ্ঞানতা আর অন্ধবিশ্বাস মানুষকে কতোটা যুক্তিবুদ্ধিশূন্য করে তুলতে পারে!




“সমকামিতা: একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান” নামে তথ্য-উপাত্তবহুল একটি বাংলা বই রচনা করেছেন মুক্তমনা-র প্রতিষ্ঠাতা ও সুলেখক অভিজিৎ রায়। বইটি ঢাকার আজিজ মার্কেটের শুদ্ধস্বর-এ পাওয়া যাবে। বইটির কিছু অংশ পিডিএফ আকারে মুক্তমনায় রাখা আছে।

প্রসঙ্গত, খোদ সৌদি আরবে ঐতিহ্যবাহী সমকামিতা বিষয়ে একটি বিশাল রচনা চোখে পড়লো। বড়োই কৌতূহলোদ্দীপক। হাতে সময় থাকলে অবশ্যপাঠ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন