মঙ্গলবার, ১০ আগস্ট, ২০১০

ইসলামী ইতরামি: আরও অর্ধেক ডজন


১.
৪৭ বছর বয়স্ক এক অন্তঃসত্ত্বা বিধবার বিরুদ্ধে পরপুরুষগমনের অভিযোগ ছিলো। তালিবানী বিচারে তাঁর মৃতূদণ্ডের রায় দেয়া হয়। এবং এক তালিবানী কম্যান্ডার সেই অন্তঃসত্ত্বা মহিলার মাথায় গুলি করে রায় বাস্তবায়ন করে।

হাদিসে আছে: "Narrated Abu Huraira: A man came to Allah's Apostle while he was in the mosque, and he called him, saying, 'O Allah's Apostle! I have committed illegal sexual intercourse.' The Prophet turned his face to the other side, but that man repeated his statement four times, and after he bore witness against himself four times, the Prophet called him, saying, 'Are you mad?' The man said, 'No.' The Prophet said, 'Are you married?' The man said, 'Yes.' Then the Prophet said, 'Take him away and stone him to death.' Jabir bin 'Abdullah said: I was among the ones who participated in stoning him and we stoned him at the Musalla. When the stones troubled him, he fled, but we over took him at Al-Harra and stoned him to death."
(Bukhari 8.82.806)

তাহলে তালিবানদের দোষ তো দেখি না। তারা তো নবীর পথই অনুসরণ করছে!

২.

৩.
জার্মানির যে-মসজিদে এগারোই সেপ্টেম্বরের সেই মুসলিম সন্ত্রাসীদের নিয়মিত যাতায়াত ছিলো, সেটি বন্ধ করে দেয়া হয়েছে। কারণ মসজিদটি আবার মুসলিম উগ্রপন্থীদের মিলনস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিলো। 
মুসলমানী শান্তিপ্রিয়তার প্রমাণ প্রত্যক্ষ করতে কেন যে চায় না জার্মান কর্তৃপক্ষ!

৪. 
৯/১১-র ইসলামী ইতরামি-উত্তর কিছু ছবি দেখে আসুন। ছবিগুলো আগে প্রকাশ করা হয়নি।

৫. 
ভারতের ইসলামী শিক্ষাশ্রম Darul Uloom Deoband একটি ফতোয়া জারি করেছে, যাতে বলা হয়েছে, নারীদের বিচারক হিসেবে কাজ করা উচিত নয়, কারণ ধর্মেই তা নিষিদ্ধ ঘোষিত।

খুব ভুল কথা নয়, বোধ হয়। নারীরা কোরানে চূড়ান্তভাবে অবহেলিত। বিচার-প্রক্রিয়াতে নারীকে পুরুষের অর্ধেক ধরার কথা উল্লেখ আছে কোরানেই: "দুজন সাক্ষী কর, তোমাদের পুরুষদের মধ্যে থেকে। যদি দুজন পুরুষ না হয়, তবে একজন পুরুষ ও দুজন মহিলা।" (সুরা আল বাক্কারাহ্, আয়াত ২৮২)

৬. 
লালন বৃথাই লিখেছিলেন, "যাওয়া কিংবা আশার বেলায় জাতের চিহ্ন রয় কার রে..."

বিমান দুর্ঘটনায় নিহত এক পাকিস্তানের এক হিন্দু সমাজকর্মীর কফিনের ওপরে কালো কালি দিয়ে লেখা হয়েছিল "কাফের"। পরে সেটিকে লাল রং দিয়ে হাইলাইট করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন