বন্ধু দিবস পার হয়ে গেল। বলে রাখা উচিত, এই দিন এবং এই আইডিয়ার প্রতি আমার বিন্দুমাত্র ভক্তি-শ্রদ্ধা তো নেইই, বরং আছে শুধু বিরক্তি। এবং হালকা বিদ্বেষও, বোধ হয়। যা কিছু নিয়ত, প্রাত্যহিক, সর্বকালীন, সেসবের আবার দিবস কী! এর পরে কি তাহলে আন্তর্জাতিক নিদ্রা দিবস, প্রাতঃক্রিয়া দিবস, মূত্রত্যাগ দিবস, শ্বাস-প্রশ্বাস দিবস, দন্তমার্জনা দিবস ইত্যাদিও দেখতে হবে?
ইসলামী দৃষ্টিভঙ্গিতে বন্ধুত্ব ব্যাপারটি কেমন, তা নিয়ে তৈরি নিচের ভিডিও সম্পর্কে বলতে গিয়ে ওপরের প্যাচালটি পাড়তে হলো। ভিডিওটির মেকিং নিয়ে আমার আপত্তি আছে। ব্যাকগ্রাউন্ডের চলমান ছবি এবং গান মনোযোগে বড়োই ব্যাঘাত ঘটায়। আমি ভিডিও দেখেছি অডিও মিউট করে দিয়ে। চলমান ছবি নিয়ে কিছু করার ছিলো না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন