হাসি চেপে রাখা বেজায় শ্রমসাধ্য হয়ে পড়েছে!
সৌদি আরব এবং আরব আমিরাতে ব্ল্যাকবেরি নামের স্মার্টফোন এখন বোরখাবন্দী করতে হবে। পুরোটাই ঢাকা থাকবে, তবে সময় ও তারিখ দেখার জন্যে সামান্য ফাঁক রাখা যাবে
কিছু ধর্মীয় প্রতিষ্ঠান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, "ইন্টারনেটে আমাদের অবাধ প্রবেশাধিকারের কথা আল্লাহ ভেবে থাকলে তিনি আমাদের মাথার ভেতরে ওয়েব-ব্রাউজার দিয়ে দিতেন। তাৎক্ষণিক তথ্যবিনিময়ের কথা কোরানের কোথাও উল্লেখ নেই এবং না নবীজি, না তাঁর এগারো স্ত্রী কক্ষনও LOL, ROFL অথবা PMSL ব্যবহার করেছেন বলে জানা যায়নি।"
খবরে আরও বলা হচ্ছে, এই নির্দেশ অবমাননাকারীদের জন্য অপেক্ষা করছে কঠোর শাস্তি। শাস্তিটি সঠিক কী, তা সরাসরি না বলেও স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন সৌদি বিচারমন্ত্রী, "পায়ের আঙুল দিয়ে টাইপ করা সহজ কাজ নয়, এটুকু বলাই যথেষ্ট।"
খবরের লিংক পাঠিয়েছেন আল্লামা শয়তান। এবং খবরটি যে ফেইক, তা, আশা করি, অনেকেই বুঝে ফেলেছেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন