বুধবার, ২৫ আগস্ট, ২০১০

আরব জাহান থেকে সুসমাচার


বাহরাইনের মসজিদগুলোয় আজানের সময় ছাড়া বাকি সময়ে মাইক ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞাটি নবায়ন করা হয়েছে।   অর্থাৎ মোনাজাত বা খুতবা মাইকে প্রচার করা যাবে না। 


প্রশংসনীয় পদক্ষেপ, সন্দেহ নেই। তবে যথারীতি বিতর্ক চলছে দীর্ঘ সময় ধরে। যাদের ধর্মানুভূতি আঘাতপ্রাপ্ত হবার জন্য মুখিয়ে থাকে সব সময়, তারা বিরোধিতা করছে রীতিমাফিক। বাইরাইনের বাদশার (নাকি রাজা?) উপদেষ্টা বলেছেন যে, প্রার্থনা হচ্ছে কোনও ব্যক্তি ও আল্লাহ সংশ্লিষ্ট, তা অন্যদের শোনানোর প্রয়োজন নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন