বুধবার, ২৫ আগস্ট, ২০১০

আনন্দপাঠ: প্রগতিশীল মুসলিম দেশগুলোর রোল মডেল পাকিস্তান

হাসতে হাসতে শেষ, ভাইয়েরা!

একখান আর্টিকেলের হেডিং-এ পড়লাম "প্রগতিশীল মুসলিম দেশ..."। এই জিনিসটা কী? খায়? না পিন্দে? মুসলিম দেশগুলান কবে কোথায় প্রগতিশীল হইসে, জানতে মঞ্চায়। ইসলাম ও প্রগতির সহাবস্থান কি কোনওভাবে সম্ভব। ইসলাম ধইরা রাখলে প্রগতিরে দূরে রাখতে হয়, আর প্রগতি চাইলে খালি ইসলাম ক্যান, যে কোনও ধর্মরেই খ্যাদানো এক্কেরে ফরজে আইন!

আরও মজার কথা হইতেসে, "প্রগতিশীল মুসলিম দেশ" নামের অলীক এই ব্যাপারটার রোল মডেল নাকি পাকিস্তান 

বিশাল এই আর্টিকেলের পুরাটা পইড়া সময় নষ্ট করতে না চাইলেও শেষ দুই প্যারা কিন্তু অবশ্যপাঠ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন