Reggae-র বেজায় ভক্ত আমি। আর জিমি ক্লিফ হচ্ছেন reggae-র গুরু পর্যায়ের একজন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানালেন, তিনি সমস্ত ধর্মবিশ্বাস থেকে বেরিয়ে এসেছেন। শুনে শ্রদ্ধা বেড়ে গেল তাঁর প্রতি।
এই সুবাদে তাঁর গাওয়া আমার সবচেয়ে প্রিয় গানটি (ধর্মকারীর চরিত্রের সাথে সম্পর্কহীন) এমবেড করে দিচ্ছি। শুনলেই মনটা ফুরফুরে হয়ে যায়। বলে রাখা উচিত, মূল গানটির গায়ক জিমি ক্লিফ নন, জনি ন্যাশ।
জনি ন্যাশের গাওয়া অডিও ভার্সন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন