বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০১০

যৌনকর্মী, সাংবাদিক ও মসজিদের ইমামেরা এক কাতারে

প্রথম আলোয় "পেশা হিসেবে পরিচয়পত্রে যৌনকর্মী লেখা যাবে" শিরোনামে প্রকাশিত একটি খবরে বলা হচ্ছে: 

এর আগে ইস্যু করা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনপত্রে যে কয়েকটি পেশার কথা উল্লেখ ছিল, তাতে যৌনকর্মীর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। সাংবাদিক কিংবা মসজিদে ইমামতি করার মতো পেশার বিষয়গুলোও উল্লেখ ছিল না। 

পড়ে যে-চিন্তাটি মাথায় এলো, তা হচ্ছে, "যৌনকর্মী, সাংবাদিক ও মসজিদের ইমামেরা এক কাতারে"! ভুল ভাবলাম কি? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন