ভালো মানুষেরা করে ভালো কাজ, খারাপেরা – খারাপ কাজ। কিন্তু ভালো মানুষকে দিয়ে খারাপ কাজ করিয়ে নিতে প্রয়োজন ধর্মের।
– Steven Weinbergসবাই বলুন, ধর্মের জয়! ধর্ম মহান! কারণ ধর্ম মানুষকে দিয়ে অসম্ভব কাজ করিয়ে নিতে পারে।
গত বছরের এক স-ভিডিও খবর পড়ুন। কেনিয়ার এক গ্রামে পাঁচজন নারী-পুরষকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে উইচক্রাফট-এর দায়ে (witchcraft - জুতসই বাংলা প্রতিশব্দ পেলাম না)। ধর্মযাজকদের উপস্থিতিতে গ্রামবাসীরা অদূরে দাঁড়িয়ে "উপভোগ" করেছে এই দৃশ্য।
ভিডিওটা আমি দেখার সাহস করতে পারিনি। সবার জন্য উপযুক্ত নয় বলে এমবেডও করলাম না। নার্ভ শক্ত হলে উদ্যোগ নিতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন