ধর্মবিশ্বাসীরা দুনিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ, রক্তপাত, হত্যা চালাবে, তাতে অপরাধের কিছুই নেই! তবে নাস্তিকেরা জোর গলায় বা ক্ষিপ্ত স্বরে তাদের বক্তব্য প্রকাশ করলেই শুনতে হয় "নাস্তিকেরা রাগী", "নাস্তিকেরা ক্ষ্যাপা", এমনকি "জঙ্গি নাস্তিক" উপাধিও জুটে যায়। সবই ধর্মগুলোর সহনশীলতার ফসল
নেটজগতে নামকরা নাস্তিক গ্রেটা ক্রিস্টিনা (লাস্যময়ী ক্রিস্টিনা নয়) একটি রচনা লিখেছেন নাস্তিকেরা ও ক্রোধ নামে। তিনি বিশ্লেষণ করেছেন, নাস্তিকেরা কেন রাগী, তাদের রাগ কেন যুক্তিসিদ্ধ, মূল্যবান ও প্রয়োজনীয় এবং কেন তাদের রাগ তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা একটি ভুল পদক্ষেপ।
লেখাটি লম্বা হলেও খুব সুখপাঠ্য।
ধর্মকারীতে পূর্বে প্রকাশিত প্রাসঙ্গিক পোস্টগুলো পড়ে নিতে পারেন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন