রবিবার, ৮ আগস্ট, ২০১০

প্যাট্রিক কন্ডেল: আমাদের লোক – ২২


কোনও এক খ্রিষ্টানের কাছ থেকে একটা ইমেইল পেয়ে পরম ক্ষুব্ধ হয়েছেন প্যাট্রিক কন্ডেল এবং প্রসব করেছেন এই মাস্টারপিস। তাঁর উদ্দেশে বলতে ইচ্ছে করছে: "রাগলে তোমায় লাগে আরও ভালো" 

শুরুতেই তাঁর বক্তব্য থেকে উদ্ধৃতি না দিয়ে পারছি না। আর এগুলো অনুবাদ করে দিয়েছেন ধর্মকারীর অবৈতনিক অনুবাদক babble :

Of course not everyone who has religious faith is a complete idiot but a lot of stupid people do have faith because they're stupid for the simple reason that believing is a hell of a lot easier than thinking.

অবশ্যই ধর্মবিশ্বাসীরা সবাইই আস্ত গর্ধভ নয় তবে প্রচুর গাধা-গরুই নিজেদের গাধামির কারণে বিশ্বাসকে আঁকড়ে ধরে। এর কারণটা হলো চিন্তা-ভাবনা করার চেয়ে বিশ্বাস করে ফেলা হাজার গুণে সহজ।

It takes time and effort to acquire knowledge, whereas any fool can acquire faith instantly and effortlessly. If it took effort most people wouldn't bother with it.

যেখানে জ্ঞান অর্জন করতে সময় এবং সাধনা লাগে, সেখানে যে-কোনো গর্ধভই বিনা আয়াসে একদম তাৎক্ষণিকভাবে কোনো কিছুতে বিশ্বাস স্থাপন করে ফেলতে পারে। বিশ্বাসের পথে যদি কোনো সাধনার দরকার হতো, তাহলে বেশিরভাগ মানুষই সে পথ মাড়াতোই না।

That's why it's all about lazy stuff - submission, surrender, don't ask questions, let your moral values be handed to you on a plate like a baby. Let ignorance be your crowning virtue so that every piece of rational truth or common sense that comes your way becomes a test for your faith, and the more you resist the more virtuous you are.

এ কারণেই ধর্মবিশ্বাস হচ্ছে যাবতীয় সব অলস কর্মকাণ্ডে ভরা - আনুগত্য, আত্মসমর্পন, প্রশ্ন না করা, অন্য কেউ কখন কী নৈতিকতা শিখিয়ে দিলো মুখে তুলে, তাই নিয়ে বসে থাকা। অজ্ঞতাকেই নিজের সবচেয়ে উজ্জ্বল চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে মাথায় তুলে রাখুন, আর ভুলেও কোনো একটা যৌক্তিক সত্য, বা কোনো সাধারণ জ্ঞানের মুখোমুখি হয়ে পড়লে অমনি সেটা হয়ে যাবে আপনার বিশ্বাসের পরীক্ষা, সত্যকে তখন যত জোর প্রতিরোধ করবেন, আপনি ততই সচ্চরিত্রবান

Let that faith swell up inside your mind like an air bag, pushing out everything else, and then all your questions will be answered.

আপনার বিশ্বাসকে মনের মধ্যে বড় হতে থাকা একটা এয়ার ব্যাগের মত বাড়তে দিন। তারপর তার ধাক্কায় মন থেকে আর সব কিছুই যখন বের হয়ে যাবে, তখনই পাওয়া যাবে আপনার সকল প্রশ্নের উত্তর।

Isn't that reassuring? No wonder faith is so popular.

কী একটা নিশ্চিন্ত পন্থা, তাই না? বোঝাই যায় বিশ্বাস কেন এত জনপ্রিয়।
...
But how far does faith have to be stretched before it becomes just pure unadulterated dumb stupidity? When does embracing religion become the equivalent of undergoing an operation to have your IQ lowered?

কিন্তু বিশ্বাসকে কতটা বাড়তে দিলে সেটা একেবারে নির্ভেজাল গাধামিতে পরিণত হয়? ঠিক কখন ধর্মবিশ্বাস সমার্থক হয়ে যায় আইকিউ কমিয়ে দেওয়ার কোনো সার্জিক্যাল অপারেশনের?
...
"God said it. I believe it. That settles it." And, to be fair, it is actually a masterpiece of concision. Acres of impenetrable theological bullshit have been whittled down to a simple pithy definition of what faith actually is. 

"ঈশ্বর এইটা কইসে। আমি বিশ্বাস করসি। আর কথা নাই।"  সারাংশ রচনার এ যেন এক মাস্টারপিস! মাইলের পর মাইল দুর্বোধ্য ধর্মীয় গু-মুতকে এখানে একদম এক কথায় সংজ্ঞায়িত করা হয়েছে।

... those nine little words of final judgment, beyond reason and beyond doubt. If spoken, ideally they should be declaimed, loudly, repeatedly and with fingers in ears, because this is a statement designed to be worn like a brass plate on the forehead announcing: "This mind is closed for business. We are not currently accepting any new ideas, thank you for your interest, because God said it. We believe it. That settles it."


... ওই নয়টি ছোট্টো শব্দ যেন একদম শেষ বিচারের রায়, যুক্তি ও সংশয়ের অতীত। বলতে গেলে, এই শব্দগুলো উচ্চারণ  করা উচিত দু'কানে আঙুল গুজে, উচ্চস্বরে এবং বারবার। কারণ এই কথাটাকে তো বানানোই হয়েছে একটা পিতলের পাতে খোদাই করে কপালে সেঁটে রাখার জন্য যেন বোঝা যায়, "এই মনটির সকল কর্মকাণ্ড এখন স্থগিত রাখা হয়েছে। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ, কিন্তু আমরা এখন আর কোনো নতুন আইডিয়া গ্রহন করছি না। কারণ, ঈশ্বর এটা বলেছেন। আমরা বিশ্বাস করেছি। আর কোনো কথা নেই।"
...
Peace, and don't forget to pray now, or Satan is going to get you.

শান্তি। আর অবশ্যই এখন প্রার্থনায় বসতে ভুলবেন না। নইলে শয়তান আপনার ঘাড় মটকে দেবে।


লক্ষ্য করুন, ভিডিওটি ইংরেজি সাবটাইটেলসহ দেখার ব্যবস্থা আছে।


ডাউনলোড লিংক (২০.৮ মেগাবাইট)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন