সোমবার, ২৩ আগস্ট, ২০১০

ব্যান খাওয়ার পথে ধর্মকারী...

নিরলস মন্তব্য-ফ্লাডিং-এর কারণে এক চতুষ্পদী কাঁঠালপাতাসেবীকে আইপি-সহ ব্যান করেছি বলে ধর্মকারী ব্লগটি অচিরেই ব্যান করা হবে বলে হুমকি দিয়েছেন একজন  হুমকির ধরনে মনে হলো, তিনি বেশ প্রভাবশালী এবং কাজটি তিনি করেই ছাড়বেন।

কিন্তু হায়, তিনি জানলেন না, ব্লগটি যে কবে ব্যান খাবে, সে প্রতীক্ষায় কতো প্রহর কেটে গেছে আমার! কতোবার কতোভাবে কল্পনা করেছি! স্বপ্ন কি তবে সত্যি হতে চলেছে? 

ব্যান কেন চাই? কারণ ব্যান খেলে কিছু পাবলিসিটি পাওয়া যাবে বিনামূল্যে ও বিনাশ্রমে, লোকজন জানবে অজনপ্রিয় এই ব্লগের নাম। ভেবেই খুশি হয়ে উঠছে মনটা 

এদিকে একবার খোমাখাতা ব্যান করে সরকার নেটব্যবহারকারী জনতাকে রীতিমতো আইটি-বান্ধব বানিয়ে ফেলেছে। অতএব ব্যান খাওয়া সাইটে ঢোকার অজস্র সহজলভ্য পদ্ধতি এখন মানুষের নখদর্পণে  

আর তাই "স" আদ্যাক্ষরের হুমকিদাতার প্রতি আকুল আবেদন, দয়া করে ধর্মকারী ব্যান করার ব্যবস্থা করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন। কামিয়াব হলে আমি এবং ধর্মকারীতে-ঈমান-রাখা সমস্ত পাঠক খাস দিলে আপনার জন্যে দোয়া করবো 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন