মঙ্গলবার, ৩ আগস্ট, ২০১০

ছাগুপোন্দনপুরাণ

আজকের পর্ব লিখেছেন Preeam Shankar Ghosh.

এক.

একবার এক অতি ধর্মপরায়ণ শান্তিপ্রিয় আচোদা আমার কাছে আইসা বলল, “ভায়া, শুনলাম আপনি নাকি নাস্তিক?”

আমি কইলাম, “হ, ভাই। আর আমি কারো কাছে না শুনলেও এখুনি বলে দিতে পারব যে আপনি আস্তিক।”

সে কইল, “শুনেন ভাই, আমি জানি আপনি হয়ত কাউকে গ্রহণ করতে পারেন না, কারণ সবাই আপনাকে ঘৃণা করে আপনি নাস্তিক বলে। কিন্তু আপনি কি জানেন যে, অধিকাংশ আস্তিক এর তুলনায় আপনি সৃষ্টিকর্তার সেবা আরো বেশি করছেন?”

আমি কই, “তাই নাকি, ভাই? কেমনে বলেন তো?”

সে কয়, “কারণ আপনি নাস্তিকতার পক্ষে যুক্তি বের করার জন্য বিভিন্ন ধর্মবই পড়েন, যার মধ্যে কোরান, বাইবেল এসব নিশ্চয়ই আছে। কাজেই আপনি নিজের অজান্তেই বিভিন্ন লাইনে পড়ার সময় বার বার আল্লাহর/গড-এর নাম নিচ্ছেন। কাজেই আপনি নিজের অজান্তেই সৃষ্টিকর্তার সেবা করছেন।”

আমি কইলাম, “তাহলে, ভাই, পর্নোস্টাররা সারাক্ষণ যে ওহ গড ওহ গড মাই গড ইত্যাদি বলে চিল্লাচিল্লি করে, ওরা নিশ্চয়ই আরো গভীরভাবে উপরওয়ালার এর সাধনা করে, তাই না?”

দুই.

তখন থ্রি ইডিয়টস সিনেমাটা মাত্র বের হইসে এবং সব দিকে এইটা নিয়া তুমুল হৈ চৈ। এরই মধ্যে এক মাইয়া আমার সাথে ফোনে এটা নিয়া কথা বলতেসিল। ও নিজে বিশ্বাসী মুসলিম। তো এর মধ্যেই আমি ওকে জিজ্ঞেস করলাম, পুরা সিনেমাতে তার সবচেয়ে দারুণ এবং শিক্ষণীয় লাগসে কোন অংশটা। ও উত্তর দিল, যেই অংশে রাজু রাস্তগির নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়ে সব ভগবান-মার্কা রিং আঙ্গুল থেকে খুলে ফেলে দিসে, সেটাই অর কাছে সবচেয়ে চরম লাগসে. কারণ এখানে প্রমাণিত হইসে যে, নিজে চেষ্টা করলেই সব হয়। অন্য কারো সাহায্য লাগে না।

আমি শুধু জিগাইলাম, "আচ্ছা যদি এমন হতো যে, ওই চরিত্রটা মুসলমান এবং সে অন্ধবিশ্বাস দূর করে সব তাবিজ খুলে ফেলসে, তসবিহ ছিঁড়ে ফেলসে, কুরআন সরায়ে ফেলসে? তখন কি তোমার কাছে এই দৃশ্য তা ঠিক একই ভাবে শিক্ষণীয় হতো?"

ওই মেয়ের আসল চেহারা বের হয়ে গেল এবং সে লজ্জায় ফোনে রেখে দিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন