রবিবার, ২৯ আগস্ট, ২০১০

গ্রাউন্ড জিরো মসজিদ: অধিকার ও ঔচিত্যবোধ


নিউ ইয়র্কে নির্মিতব্য গ্রাউন্ড জিরো মসজিদ নিয়ে আমেরিকায় প্রচণ্ড বিতর্ক চলছে। সাধারণ লোকজনের বিশাল একটি অংশ মনে করে, ওই মসজিদ নির্মাণের অধিকার মুসলমানদের আছে, তবে সেই অধিকারটির প্রয়োগ হবে অশোভন। সিবিএস টিভি-চ্যানেলের চালানো জরিপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী: 


আমেরিকার লেখক ও চিত্রনাট্যরচয়িতা Andrew Klavan এ বিষয়ে অত্যন্ত চিত্তাকর্ষকভাবে প্রকাশ করেছেন তাঁর অভিমত। 


অবস্থা এমনিতেই সঙ্গিন, আর তাতে ঘি ঢালতে তৎপর হয়েছে আরেক ধর্মীয় গোত্র। এক পাগলে অন্যরে কয়, তুই পাগল নামে একটি পোস্টে উল্লেখ করেছিলাম, আমেরিকার এক চার্চ এগারোই সেম্টেম্বরে "কোরান দহন দিবস" পালন করতে চায় আক্ষরিক অর্থেই কোরান পুড়িয়ে। চারপাশের বিপুল প্রতিবাদের মুখেও এই গোত্রের ছাগুনেতা তার সিদ্ধান্তে অটল আছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সে বলেছে, জর্জ বুশ তার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি হলেও বুশ যদি তাকে অনুরোধ করেন এই ছাগলামি থেকে নিরত থাকতে, তবু সে তা মানবে না! ভিডিওতে দেখুন:



গ্রাউন্ড জিরো মসজিদ প্রাসঙ্গিক ঘটনাগুলোর ডাইজেস্ট দেখুন তাইওয়ানের একটি টিভি চ্যানেলের রিপোর্টে। চাইনিজ ভাষা বোঝার আশা জলাঞ্জলি দিয়ে দিতে পারেন, কারণ ভাষা না জেনেও সব স্পষ্ট বোঝা সম্ভব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন