প্রতিটি ধর্মেই, সম্ভবত, মোল্লাতন্ত্র বা যাজকতন্ত্রের উপস্থিতি আছে। আর তাই ধর্মগুলো মোল্লা-যাজক শ্রেণীর নেকড়ে উৎপাদন করে চলেছে নিরলসভাবে।
শিশুনিপীড়ক ক্যাথলিক নেকড়েদলের প্রধান সেপ্টেম্বরে ব্রিটেন ভ্রমণে আসছেন সরকারি সফরে। গত দু'মাসে ভ্রমণের সম্ভাব্য ব্যয় ১২ মিলিয়ন পাউন্ড থেকে বেড়ে ২০ মিলিয়নে পৌঁছেছে। একটিমাত্র ভ্রমণের পেছনে ব্যয় হওয়া অর্থের অংকটি লক্ষ্য করুন। পুরো অর্থ নাকি এখনও সংগ্রহ করা সম্ভব হয়নি। ঘাটতি আছে তিন মিলিয়ন পাউন্ডের।
ব্রিটিশ প্রগতিশীলরা তার ভ্রমণের বিরোধিতা করে আসছে। প্রাসঙ্গিক একটি চমৎকার পোস্টার চোখে পড়লো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন