কোরান-বাইবেল আদৌ কোনও ঐশী কিতাব নয়। নইলে সেসবে পৃথিবীর বয়স মাত্র কয়েক হাজার বছর, পৃথিবী বিশ্বব্রক্ষাণ্ডের কেন্দ্র, পৃথিবীর চারপাশ প্রদক্ষিণ করে সূর্য, পৃথিবী সমতল - গোলাকার নয় এবং ইত্যাকার আপাদমস্তক ভ্রান্ত তথ্য থাকতো কি? এর পরেও অজস্র শিক্ষিত ব্যক্তির ঐশী কিতাবে অগাধ আস্থা দেখলে হতাশ লাগে বৈকি! চিন্তিত হয়ে পড়ি "শিক্ষা" ও "শিক্ষিত"-এর সংজ্ঞা নিয়ে।
আসল কথায় আসি। ক্যালিফোর্নিয়া অ্যাকাডেমি অভ সাইন্সেস-এর গবেষণা থেকে জানা যাচ্ছে, ৩.৪ মিলিয়ন বছর আগে মানুষ প্রথম প্রস্তরনির্মিত হাতিয়ার ব্যবহার করতে শুরু করে। খুব কৌতূহলোদ্দীপক একটি ভিডিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন