বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০১০

কোরানের ভালো আয়াত বনাম অসহিষ্ণু/জঙ্গিবাদী আয়াত

কোরানের জঙ্গিবাদী আয়াতগুলোর উদ্ধৃতি দিলে আস্তিকদের একটি অভিযোগের মুখোমুখি হতে হয় প্রায়ই: "আপনারা শুধু এই আয়াতগুলোই কোট করেন! কোরানে কতো ভালো ভালো আয়াত আছে, সেসব আপনাদের চোখে পড়ে না!"

যেন কোরানে ভালো আয়াতের উপস্থিতি ভয়াবহ আয়াতগুলোকে অকেজো, বিকল ও বাতিল করে দেয়!

বিল ওয়ার্নার নামের এক কোরান-গবেষক হিসেব করে দেখেছেন, অমুসলিমদের উদ্দেশে রচিত ভালো আয়াতের সংখ্যা কোরানে ২৪৫টি। অর্থাৎ কোরানের ২.৬ শতাংশ জুড়ে। নেহাত কম নয়, কী বলেন? 

কিন্তু কথা আছে। ২৪৫টি ভালো আয়াতের মধ্যে মাত্র ৭টি বাদে প্রতিটির বিপরীতার্থক অথাৎ অমুসলিমদের প্রতি অসহিষ্ণু বক্তব্যের আয়াত আছে সেই একই সুরায়।

এর অর্থ, প্লাস-মাইনাসে কাটাকুটি হবার পরেও ৭টি ভালো আয়াত থেকে যাচ্ছে? না, তা নয়। সেগুলো নিউট্রালাইজ করতেও কাউন্টার-আয়াত আছে কোরানেই। পরবর্তীতে।

আরও মজার কথা হচ্ছে, ইহুদি-খ্রিষ্টানদের প্রতি সদাচরণের আহ্বান কোরানে আছে বটে, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা উৎকট শর্তসাপেক্ষ। অর্থাৎ ইহুদি-খ্রিষ্টানদের প্রতি সহিষ্ণু আচরণ করা হবে, তবে তাদেরকে স্বীকার করতে হবে যে, তাদের ধর্মগ্রন্থ বিকৃত এবং কোরানই একমাত্র সত্য ধর্মগ্রন্থ এবং মুহম্মদ হচ্ছেন ইহুদি-খ্রিষ্টানদেরও নবী। অদ্ভুত কথা! এসব স্বীকার করে নিলে তো ইহুদি-খ্রিষ্টানরা তাদের নিজস্ব ধর্মচ্যুত হয়ে মুসলমান হয়ে পড়ে! 

এবার দেখা যাক, অমুসলিমদের প্রতি অসহিষ্ণু ভাবধারার আয়াতের সংখ্যা কোরানে ক'টি। সাকুল্যে ৫২৭টি (পুরো লিস্ট দেখুন)। অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বানসম্বলিত আয়াতের সংখ্যা "মাত্র" ১০৯টি (তালিকা এখানে)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন