বলেছিলাম না, ডরাইসে? আরও নমুনা দেখুন।
ভ্যাটিকানের প্রবল প্রতাপশালী পোপ, যে কিনা বিশ্বের সবচেয়ে বড়ো ধর্মগোষ্ঠীর প্রধান, ব্রিটেনের মাটিতে পা দিয়েই নাস্তিক্যবাদকে নাৎসিবাদের সঙ্গে তুলনা করেছে! মাথামুথা খারাপ না হইলে এমন প্রলাপ কেউ বকে! হালার নিজের নাৎসি-যোগাযোগ নিয়াই তো নানান ধরনের কথাবার্তা শোনা যায়! কথাবার্তায় মসে হয়, তার দৃষ্টিকোণ থেকে পৃথিবীর ইতিহাসটা বোধহয় এরকম:
এবার তার অভিযোগের ভুয়াত্ব লক্ষ্য করুন। সে বলছে, "নাৎসিদের মতো নাস্তিকেরাও আমাদের জীবন থেকে ঈশ্বর মুছে ফেলতে চাইছে।"
ধর্মগুরু নির্বিকার মুখে এমুন মিসা কথা কইলে মিজাজটা বিলা হয় না, কন! আবে, তোগো চার্চের লগে হিটলারের খাতির আছিলো গলায় গলায়, তোগো অনেকেই আছিলো হিটলারি রাজাকার, হিটলার তার বক্তৃতায়, লেখায় পদে পদে ঈশ্বরবন্দনা করসে! সামান্য কিছু উদাহরণ। আরও কিছু বর্ণনাসহ ছবি। লজ্জা-শরম বইলা কিছু থাকলে তোর তো "নাৎসি" শব্দটাই মুখে আনার কথা না!
এবার তার অভিযোগের ভুয়াত্ব লক্ষ্য করুন। সে বলছে, "নাৎসিদের মতো নাস্তিকেরাও আমাদের জীবন থেকে ঈশ্বর মুছে ফেলতে চাইছে।"
ধর্মগুরু নির্বিকার মুখে এমুন মিসা কথা কইলে মিজাজটা বিলা হয় না, কন! আবে, তোগো চার্চের লগে হিটলারের খাতির আছিলো গলায় গলায়, তোগো অনেকেই আছিলো হিটলারি রাজাকার, হিটলার তার বক্তৃতায়, লেখায় পদে পদে ঈশ্বরবন্দনা করসে! সামান্য কিছু উদাহরণ। আরও কিছু বর্ণনাসহ ছবি। লজ্জা-শরম বইলা কিছু থাকলে তোর তো "নাৎসি" শব্দটাই মুখে আনার কথা না!
এখন কথা হচ্ছে, এতো বিশাল জনগোষ্ঠীর নেতা গুটিকয়েক নাস্তিককে এতো গুরুত্ব দিচ্ছে কী কারণে? আসলে সংখ্যা এখানে অনেকটাই গুরুত্বহীন। তার (এবং অন্য ধর্মগুলোরও) আসল ভয় মুক্তচিন্তার মহিমাকে। ভয় মুক্তচিন্তার প্রচার ও প্রসারকে। মুক্তচিন্তা তো অপ্রতিরোধ্য। মুক্তচিন্তার মানুষকে সেকেলে কু-রূপকথা দিয়ে ভুলিয়ে রাখা যায় না। আর ধর্মবিশ্বাসে শৃঙ্খলিত মানুষ মুক্তচিন্তা করতে শিখে গেলে ধর্মব্যবসায়ীদের জৌলুষ, ঐশ্বর্য আর বিলাসিতা ক্রমশ হ্রাস পেতে থাকবে, হাতছাড়া হতে থাকবে বিপুল ক্ষমতা আর দাপট।
ধর্মের দুর্গে ফাটল ধরছে, মাটি সরে যেতে শুরু করেছে পায়ের তলা থেকে। আর তাই শুরু হয়ে গেছে প্যানিকাক্রান্তদের প্রলাপ, যা একই সঙ্গে জাগায় বিরক্তি ও সুখের অনুভূতি।
প্রাসঙ্গিক আরেকটি কার্টুন। নাম দেয়া যেতে পারে "নাস্তিকেরা নাৎসি কেন"। প্রধান দুই চরিত্রে জিসাস এবং মো।
প্রাসঙ্গিক আরেকটি কার্টুন। নাম দেয়া যেতে পারে "নাস্তিকেরা নাৎসি কেন"। প্রধান দুই চরিত্রে জিসাস এবং মো।
আরও একটি ছবি হাসি আটকানো গেল না
এদিকে আমাদের সুদর্শনা ক্রিস্টি রাগে ফেটে পড়ছেন। পড়ারই কথা।
আহা, যদি এমন হতো!
পোপের উদ্দেশে রচিত শ্রেষ্ঠতম এই গানটি কেউ না শুনে থাকলে বিরাট মিস করেছেন। গ্রেইট টিম মিনচিনের কীর্তি। অতিঅবশ্যদ্রষ্টব্য। অডিও-ভার্সন ও লিরিকস পাওয়া যাবে এখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন