বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১০

পোপ কেন শিশুকামী


আমেরিকার খ্যাতনামা স্ট্যান্ড-আপ কমেডিয়ান Louis C.K.। এ যাবত ধর্মকারীতে তাঁর মাত্র একটি ভিডিও দেয়া হয়েছে বটে, তবে সেটি ভিডিও "তো নয়, সে তো আগুনেরই গোলা"। স্রেফ মাস্টারপিস। কেউ মিস করে থাকলে অনতিবিলম্বে দেখে নেয়াটা ফরজে আইন হিসেবে ঘোষণা করা হলো 
তাঁর একটি সাক্ষাৎকার দেখুন, যেখানে তিনি ভ্যাটিকানের পোপকে শিশুকামী আখ্যা দিলেন। যুক্তিসহকারে।

নেটে এক জায়গায় পেলাম প্রাসঙ্গিক একটি বাক্য: Pope Benedict is an anagram of Epic Bent Pedo.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন