মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০১০

পাকিস্তানে নাস্তিকেরা


পাকিস্তান থেকেও আশাব্যঞ্জক খবর পাওয়া যায় কালে-ভদ্রে 

পাকিস্তানী কিছু মুসলমান তরুণ ও যুবকের ভেতরে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন জেগেছে এবং তারা ইসলামের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে নাস্তিক্যবাদের পক্ষে আসছে। সংখ্যায় তারা বেশি নয় বলেই মনে হয়। ফেইসবুকে খোলা এমন একটি গ্রুপে সদস্যসংখ্যা এখন একশোর বেশি (ক্লজেট-নাস্তিকদের সংখ্যা কতো, তা জানা সম্ভব নয় কখনওই)।

Hazrat NaKhuda নামের এক প্রাক্তন পাকিস্তানী মুসলিম খুলেছেন এই গ্রুপ। সেখানে "আমি কীভাবে নাস্তিক হলাম" নামের একটি রচনায় তিনি লিখছেন, "আমি ছিলাম সক্রিয় মুসলমান। থাকতাম সৌদি আরবে। দু'বার হজ্ব করেছি এবং ওমরাহ পালন করেছি অসংখ্যবার। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম। ১৭-১৭ বছর বয়সে আমি অনুধাবন করি, আমার মুসলিম হবার একমাত্র কারণ হচ্ছে - আমার বাবা-মা মুসলিম।"

এই থ্রেডে কৌতূহলোদ্দীপক কিছু মন্তব্য পড়েছে। একজন লিখেছে, আল্লাহর অস্তিত্বের পক্ষে কোনও প্রমাণ না পেয়ে সে সংশয়বাদীতে পরিণত হয়েছে। আগে সালমান রুশদীকে ঘৃণা-করা জাকের নায়েকের এক ভক্ত আমূল পাল্টেছে তার দৃষ্টিভঙ্গি। জাকের নায়েক তার কাছে এখন ইডিয়ট এবং সালমাদ রুশদী - বিজ্ঞ, প্রতিভাবান ব্যক্তি।

ধর্মের পেছনে অপচয়িত বছরগুলোর সম্পর্কেও একটি থ্রেড আছে। পাসপোর্টে ধর্মের উল্লেখ থাকাটা উচিত কি না, সেই বিষয়েও আলোচনা চলছে সেখানে।

উল্লেখ্য, গ্রুপটি কঠোরভাবে শুধুমাত্র সদস্যদের জন্য উন্মুক্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন