শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০১০

"কোরান দহন দিবস", সম্ভবত, বাতিল


আমেরিকার এক চার্চের বদ্ধ-উন্মাদ, ইতর যাজক ১১ সেপ্টেম্বরে "কোরান দহন দিবস" পালন করার প্রস্তুতি নিচ্ছিলো (এ বিষয়ে ধর্মকারীর অবস্থান স্পষ্ট)। চারপাশের শত বিরোধিতা সত্ত্বেও সে তার সিদ্ধান্তে অটল ছিলো। বলেছিল, শুধু ঈশ্বরের নির্দেশ পেলে সে তার সিদ্ধান্ত থেকে সরে আসবে। মনে হয়, ঈশ্বর তাকে ফোন করেছিল। কারণ এখন খবর পাওয়া গেল, সে তার পরিকল্পনা বাতিল করেছে। একই সাথে এই দাবিও করছে, মুসলমানদের পক্ষ থেকে গ্রাউন্ড জিরোতে নির্মিতব্য মসজিদ স্থানান্তর করার নিশ্চয়তা সে পেয়েছে। যদিও মুসলমান পক্ষের মধ্যস্থতাকারী বলছে, এমন কোনও নিশ্চয়তা তাকে দেয়া হয়নি। 



এক সাইটে দেখলাম প্রস্তাব দিয়েছে, কোরান না পুড়িয়ে বরং এখান থেকে নিজের পছন্দের ভাষায় কোরান ডাউনলোড করে পরে ডিলিট করে দিন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন