উত্তর আমেরিকার কিছু মুসলমান চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন।
তাঁরা বাকস্বাধীনতার সপক্ষে দাঁড়িয়েছেন। সাহিত্যিক, কার্টুনিস্ট বা অন্য কাউকে হুমকি দেয়ার ইসলামী চর্চায় তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কোনও কার্টুন, কোরান দহন বা ইসলামের জন্য অপমানজনক বাণীর চেয়ে এই হুমকি তাঁদের চোখে বেশি বড়ো অপরাধ (আর ইসলামের চোখে?)।
প্রশংসনীয় উদ্যোগ, সন্দেহ নেই। আহ্বানপত্রটিতে কোরান থেকে উল্লেখ করা হয়েছে কয়েকটি শান্তিকামী আয়াত। যদিও প্রতিটি আয়াতের ঠিক বিপরীতার্থক অর্থাৎ জঙ্গিবাদী আয়াতও সেই কোরানেই আছে, তবু সেগুলো তাঁরা উপেক্ষা করছেন বলেই আপাতভাবে মনে হলো।
এই আহ্বান সাড়া জাগানো কোনও ফল দেবে, সে-আশা করতে পারছি না নিরাময়াতীত আশাবাদী হয়েও। তবে আমার ধারণা ভুল প্রমাণিত হলেই সবচেয়ে খুশি হবো।
নিঃসংকোচে বলি, এই গুটিকয়েক মুসলমান ধন্যবাদ পাবার যোগ্য একটি মহৎ উদ্যোগ নিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন