এক রেডিও প্রোগ্রামে তিন ধর্মীয় প্রতিনিধি (দু'জন খ্রিষ্টান, একজন মুসলিম) বারবার অভিযোগের সুরে বলছিলেন, পশ্চিমে ধর্মবিশ্বাসীরা এখন নাস্তিকদের দ্বারা PERSECUTED। শুনে আমার আরেক প্রিয় ইউটিউবার ফিল (প্যাট্রিক কন্ডেলের মতো তিনিও ব্রিটিশ) পড়লেন PERSECUTION শব্দটি নিয়ে।
আসলে বিজ্ঞানের উন্নতি ও ইন্টারনেটের প্রসারের সঙ্গে সঙ্গে ধর্মবাজদের পায়ের তলার মাটিতে ফাটল আরও প্রশস্ত হচ্ছে, ধীরে ধীরে সরে যাচ্ছে মাটি, তারা সেটা অনুভব করছে। আর তাই অবিশ্বাসীদের চেয়ে সংখ্যায় বহুগুণ বেশি হয়েও তারা অসহায় বোধ করছে এই ভেবে যে, ধর্মের আধিপত্য ও প্রভাব এখন আগের যে-কোনও যুগের তুলনায় প্রবলভাবে নিম্নগামী। এবং তা বিপরীতমুখী হবে, তেমন কোনও সম্ভাবনা নেই।
ফিলের বক্তব্য থেকে কিছু উদ্ধৃতি:
You're not being PERSECUTED, you're being rejected, you're being sidelined, that is not persecution. If there is any Christian or Muslim out there being chased around by a crowd of atheists with banners, saying "Get Out or we're going to kill you", let me know and I'll come around and I'll stand with a banner outside your house, saying "Stop Persecuting These People".
If that isn't happening, if you're not being physically threatened, if all you're getting is sarcasm and you call that persecution, call me and I'll bring you a fucking dictionary. Criticism isn't persecution, sarcasm isn't persecution, people laughing at you - is not persecution, it's not even harrasment.
...
When you have to say, when you say you're being persecuted, what that means? As you know, you're losing. You know you're being diminished. You know you're shrinking...
If you want to defeat atheism, you've got to go the library and burn all the books. That's your only chance. You've got to shut down the Internet. You've got to stop people talking. It's the only way you can do it. Your enemy is knowledge. Your enemies are facts. It's not us. We're just pointing out the facts and pointing out the knowledge.
...
Being laughed at - is not persecution.
Being ignored - is not persecution.
How your ideas are rejected - it's not persecution.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন