নির্লিপ্ত, নিস্পৃহ হয়ে এই ভিডিও দেখা সম্ভব নয়। পাথর ছুঁড়ে হত্যার বিধানের সমর্থকদের বক্তব্য শুনে মেজাজ নিয়ন্ত্রণে রাখা যায় না।
বিবিসি-তে ৫ সেপ্টেম্বরে প্রচারিত।
বিবাহবহির্ভুত যৌনসম্পর্ক স্থাপনের অভিযোগে মৃত্যদণ্ডপ্রাপ্ত এই মহিলাকে পাথর ছুঁড়ে হত্যার প্রাথমিক সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে ইরানি কর্তৃপক্ষ, তবে পরে তাঁর বিরুদ্ধে আনা হয় হত্যার অভিযোগ। ধারণা করা হচ্ছে, তাঁকে ফাঁসিতে ঝোলানো হবে। উপরি হিসেবে ক'দিন আগে এই একই মহিলাকে ৯৯ বার বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে আদালত। তাঁর "অপরাধ", ব্রিটিশ দ্য টাইমস পত্রিকা তাঁর হিজাবহীন "অশালীন" একটি ছবি প্রকাশ করেছিল। পরে দেখা গেছে, ছবিটি ছিলো অন্য এক ইরানি মেয়ের। পত্রিকা এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থনাও করলেও দায় গিয়ে পড়েছে সেই মহিলার ওপরে!
ইসলামী বিচারের মাথামুণ্ডু বোঝার ক্ষমতা কারুর আছে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন