ধর্মকারীর একটা পরিসংখ্যান দেখে অবাকই হলাম: এই ব্লগের ভিজিটরদের প্রায় অর্ধেকাংশ আসে রেফারিং সাইট থেকে, অর্থাৎ অন্যান্য সাইটে উল্লেখ করা ধর্মকারীর লিংক ধরে। নিটের গ্রাফটি দেখুন:
কোন-কোন সাইট দেখে বেশি ভিজিটর আসছে, সেটি দেখা যাক (প্রথম দশটির তালিকা):
এই পরিসংখ্যান দেখানোর উদ্দেশ্য আমার একটাই: ধর্মকারীতে জনসমাগম বৃদ্ধি করা। তাই তৌহিদী নাস্তিকদের কাছে আবেদন জানাই: অন্য ব্লগের পোস্টে, কমেন্টে ধর্মকারীর বা ধর্মকারীর কোনও পোস্টের লিংক জুড়ে দিন (অপ্রাসঙ্গিকভাবে নয় অবশ্যই), খোমাখাতায় শেয়ার করুন, মেইলে বন্ধুদের পাঠান, মুখে বলুন, এসেমেসে লিখুন...
ধর্মকারীর বেশ কিছু পাঠক অবশ্য এই কাজগুলো বেশ নিয়মিতই করে থাকেন (নিশ্চয়ই আল্লাহ তাঁদের বেহেশত নসিব করবে), আর বাকি পাঠকদের কাছে এই আর্জি দিয়ে রাখলাম: ধর্মকারীর প্রচারে অংশ নিয়ে দোজাহানের অশেষ নেকী হাসিল করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন