সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০১০

ঘরে বসে চার্চের চর্চা


চার্চে যাবার জন্যে খ্রিষ্টানদের এখন আর রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তাদের জন্যে বাজারে এসেছে Mass: We Pray। এখন যে-কোনওদিন যে-কোনও সময়ে চার্চভ্রমণ ও পুণ্য সংগ্রহের সুযোগ আপনি পাচ্ছেন ঘর থেকে না বেরিয়েই। 


একটা কথা ভাবছি: প্রকল্পটি বাস্তবায়িত হয়ে গেলে চার্চ-মোল্লাদের ভরণপোষণের ব্যবস্থা কীভাবে হবে? 

গেমসটির সাইট দেখে আসতে পারেন মন চাইলে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন