আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০১০

ইসলামী ইতরামি: আবার এক ডজন


১.
মরক্কোর ফার্মেসিগুলোর সাইনবোর্ড থেকে ক্রস চিহ্ন সরিয়ে ফেলার হুকুম জারি করেছে "লাভার অভ আল-কায়েদা অ্যান্ড জিহাদ" নামের একটি দল।

২.
প্যালেস্টাইনের গাজায় দোকানের ডিসপ্লে উইন্ডো থেকে মেয়েদের নিম্নাঙ্গের অন্তর্বাস সরিয়ে ফেলার আদেশ দিয়েছে হামাস।


৩.
পাকিস্তানের জামাত-উদ-দাওয়াহ-এর প্রধান (মুম্বাইয়ের জঙ্গি হামলার রূপকার) দেশবাসীকে আহ্বান জানিয়েছেন নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে। স্মরণাতীত কালের বন্যা আসলে তাদের পাপের ফসল বলে তিনি মনে করেন। 
(লিংক পাঠিয়েছেন দিগন্ত সরকার)

পাকিস্তান বিষয়ে আরও একটি খবর ও সেটির ভিডিও। ভয়াবহ রকমের বর্বর ঘটনা। ঠিক প্রাসঙ্গিক নয় যদিও...
(লিংক দুটি পাঠিয়েছেন KRS)

৪.
Disneyland Resort hotel-এর মহিলা কর্মচারী, মুসলিম, অভিযোগ তুলেছেন বৈষম্যের। কারণ তাঁকে কর্মস্থলে হিজাব পরার অনুমতি দেয়া হয়নি! 


তিনি ডিজনিল্যান্ডের এক রেস্টুরেন্টের পরিচারিকা। সেখানকার ড্রেস-কোড ভঙ্গ করার চেষ্টা করলে বরং তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করার কথা।

৫. 
পাকিস্তানের প্রথম এবং একমাত্র নোবেল পুরস্কারজয়ী বিজ্ঞানী আবদুস সালামের সমাধিপ্রস্তরে খচিত লেখা থেকে "মুসলিম" শব্দটি মুছে ফেলা হয়েছে কেন, জানেন? কারণ তিনি ছিলেন অবহেলিত, উপেক্ষিত ও নির্যাতিত আহমেদিয়া মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধি।
উইকিমিডিয়া থেকে নেয়া ছবিটিতে ক্লিক করে পূর্ণ আকারে দেখুন।


"ঘৃণান্ধ একটি জাতি" নামের একটি নিবন্ধ পড়ে দেখতে পারেন।
(লিংক দুটি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পাঠক)

৬.
সিডনির ইসলামী পুস্তকালয়ে এবং অনালাইনে বিক্রি হচ্ছে An Excellent Husband নামের একটি বই, যাতে লেখা আছে, প্রয়োজনে স্ত্রীকে প্রহার করার মধ্যে খারাপ কিছু নেই (আবার জিগায়! কোরানেই তো লেখা আছে স্পষ্ট ভাষায়।)। অস্ট্রেলিয়ানরা শান্তিপূর্ণ ইসলাম সম্পর্কে কোনও ধারণা রাখে না বলেই বইটি পারিবারিক সহিংসতার ক্ষেত্রে ইন্ধন জোগাবে বলে অযথা হাউকাউ জুড়ে দিয়েছে।

৭.
আফগানিস্তানে এক এনগেজড মেয়ের এক বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম থাকার কারণে তালিবানের উদ্যোগে তাদের দু'জনকে জনসমক্ষে পাথর ছুঁড়ে হত্যা করা হয়।

৮. 
মিসরে এক গ্রামের মসজিদে জুম্মার নামাজের সময় স্থানীয় খ্রিষ্টানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। এর দু'ঘণ্টা পরেই শুরু হয় সেটির বাস্তবায়ন।

৯.
সিঙ্গাপুরে অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমসে তেকভানদো (tae kwon do) প্রতিযোগিতার ফাইনালে ১৬ বছর বয়সী মোহম্মদ সোলেইমানিকে অংশ নিতে দেয়া হয়নি পায়ে জখমের অভিযোগ দেখিয়ে। যদিও ধারণা করা হয়, মূল কারণটি ভিন্ন: ফাইনালে তার প্রতিপক্ষ ছিলো ইসরায়েলের তরুণ।

১০. 
ব্রিটেনের সংবাদ। শুধুমাত্র Office for Security and Counter Terrorism (OSCT)-এর কাজে ব্যবহার্য গোপন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে লাইভলিক-এ। রিপোর্টটির মূল ভাষ্য হচ্ছে, ব্রিটেনের মেইনস্ট্রিম মুসলিম প্রতিষ্ঠানগুলো আল কায়েদার আদর্শে বিশ্বাসী।

১১. 
ব্রিটেনে কাদিয়ানি মুসলমানদের হত্যার আহ্বান জানিয়ে লিফলেট বিলি করেছে আরেক গোত্রীয় ইসলামীরা।

১২.
রমজান মাসের এক সপ্তাহে মোমালিয়ায় ইসলামপন্থী আল-শাবাব গ্রুপের হামলায় নিহত হয়েছে ৭০ জনেরও বেশি লোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন