আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০১০

ছাগুপুরাণ


লিখেছেন ছাত্রীসংস্থা

(নিচের কাহিনী দুটোয় প্রকৃত ছাগুত্বের বর্ণনা থাকলেও ছাগুপোন্দন অনুপস্থিত হেতু লেখাটিকে ছাগুপোন্দপুরাণ-এর স্থলে ছাগুপুরাণ হিসেবে প্রকাশ করার অনুরোধ করা হয়েছে।)

আজকে এক বাংলা চ্যানেলে দেখলাম, কয়েকজন দাড়িওয়ালা রামছাগল কুরানের মহিমা নিয়ে আলোচনা করছে। হঠাৎ এক রামছাগু (যে শুদ্ধ করে বাংলা কথাও বলতে পারেনা অথচ নিয়মিত ওয়াজ করে বেড়ায়) বলল:
- ছুট্ট বেলা তেকে আমাদের সবার মনে একটা প্রশ্ন গুরচে যে, পৃতিবি সূর্যের চারিদিকে গুরে নাকি সূর্য পৃতিবির চারিদিকে গুরে, অতচ এই প্রশ্নের জবাব কুরানেই দেয়া আছে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, সূর্যেরও ক্ষমতা নাই চাঁদকে অতিক্রম করে, আর (এরপর আরবি আয়াতের তুবড়ি) চাঁদেরও ক্ষমতা নাই সূর্যকে অতিক্রম করে। এই জটিল প্রশ্নের উত্তর ১৪০০ বচর আগে কুরানেই দেওয়া ছিল। বিজ্ঞান শুচনীয়ভাবে কুরানের কাছে ঋণী...

আমি শুইনা কই, হেতে কি কইবার চায়? আমি এর যুক্তি শুনে মনে মনে বললাম: 
- এক্কেবারে চুম্মা কইছ মাম্মা... পারফেক্ট রামছাগু...

এই ঘটনা আমার নিজের দেখা নয়, আমার এক বন্ধুর কাছ থেকে শোনা কাহিনি। তার পরিচিত এক ছাগুর D.J. পার্টিতে যাওয়ার খায়েশ হইছিল, কিন্তু টাকার অভাবে যেতে পারছিল না। তখন সেই ছাগু তার এক বন্ধুর কাছে গেল। গিয়ে দেখল সেই বন্ধুরা একটা খাঙ্গারি (ছিনতাই করা) দিতে যাইতেছিল। তো তারা ছাগুকেও ভাগ দেবে বলে দলে টেনে নিল এবং খাঙ্গারি দিয়ে সে যা ভাগ পেল তা দিয়ে টিকিট কিনে সে D.J. পার্টিতে গিয়ে নেচে আসল। 

তার ভাষায় “আল্লার কী কুদরত! কী সুন্দর তার সমস্যার সমাধান করে দিল...”

হায়রে ছাগু...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন