শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১০

অজ্ঞানতার অন্ধকারে আমেরিকা


ধর্ম ও অন্যান্য কুসংস্কার প্রসারের প্রাবল্য দেখে মনে হয়, অন্ধকারের গতি আলোর গতির চেয়ে অনেক বেশি 

আপাতভাবে আমেরিকাকে সভ্য ও উন্নত দেশ বলে মনে হয়। অনেক ক্ষেত্রে তা নিঃসন্দেহে সত্য। তবে শিক্ষাব্যবস্থার দুর্বলতার কারণে আমেরিকার গড়পড়তা লোক গবেট বলে প্রচলিত ধারণাটি জোরদার হয় এই জাতীয় খবরে:

যিশুর দ্বিতীয় আগমন আগামী চল্লিশ বছরের মধ্যে ঘটবে বলে মনে করে আমেরিকার শতকরা ৪১ জন! এদের মধ্যে শতকরা ২৩ জন একেবারেই নিশ্চিত এ-ব্যাপারে, আর বাকি ১৮ জন মনে করে "খুব সম্ভব"।


লক্ষ্য করলে দেখুন, যারা কলেজে কখনও পড়েনি, তাদের ৫৯ শতাংশ যিশুর আসন্ন আগমনে বিশ্বাসী; কলেজে পড়েছে তবে শেষ করেনি যারা, তাদের শতকরা ৩৫ ভাগেরও একই ধারণা। আর ডিগ্রিধারীদের মধ্যে এমন ধারণা শতকরা ১৯ শতাংশের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন