ধর্মগুলোর লক্ষ্যই হচ্ছে মানুষদের অজ্ঞানতার অন্ধকারে রাখা। তাহলে তাদেরকে সহজে নিয়ন্ত্রণ করা যায়, ব্যবহার করা যায় যে-কোনও উদ্দেশ্যসাধনে। ইসলাম বিশেষভাবে শিক্ষাবিমুখ। পৃথিবীতে মুসলমানদের শিক্ষার (সুশিক্ষা বা যথাযথ শিক্ষার কথা নয় না-ই বলি) হার দেখলেই তা স্পষ্ট হয়ে উঠবে। ইসলামে নারীদের শিক্ষাব্যবস্থা তো আরও পশ্চাদপদ। মুসলিম রাষ্ট্রগুলোয় এই প্রবণতা প্রকট।
আফগানিস্তান আর পাকিস্তানে তালিবানেরা এই কাজটি করে চলেছে পরম আন্তরিকতার সঙ্গে। বোমা মেরে বালিকা বিদ্যালয় উড়িয়ে দেয়াটা তারা নিত্যনৈমিত্তিক বানিয়ে ফেলেছে। এ পর্যন্ত পাকিস্তানে তারা স্কুল ভেঙেছে এক হাজারেরও বেশি। সাম্প্রতিকতম সংবাদ।
উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিক বন্যায় পাকিস্তানে ধ্বংস হয়েছে নয়শো স্কুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন