পুরুষেরা নারীদের উপর কৃর্তত্বশীল এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাযতযোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাযত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর।
এখনও পর্যন্ত ধর্মকারীর সবচেয়ে বেশি হিটপ্রাপ্ত পোস্ট হচ্ছে: স্ত্রী-প্রহারের ইসলামী তরিকাগুচ্ছ। মনে হচ্ছে, নিচের ভিডিও ওই পোস্টে যোগ করে দিতে হবে।
মিসরের ইসলামবিদ সা'দ আরাফাত এ বছরের ফেব্রুয়ারির ৪ তারিখে স্থানীয় ধর্মীয় চ্যানেল আল-নাস-এ ইসলামে স্ত্রী-প্রহার বিষয়ে যা বললেন, তার কিয়দংশের উদ্ধৃতি:
Allah honored wives by instating the punishment of beatings. (ভুল বুঝলাম না তো? প্রহারের মাধ্যমে শাস্তিপ্রদানের বিধানের মাধ্যমে আল্লাহপাক স্ত্রীদের সম্মানিত করেছেন? সম্মান-এর নতুন সংজ্ঞা শেখা হলো আজ। এই ধরনের নীতিমালার প্রবর্তক ও প্রচারকদের খুব সম্মান করতে ইচ্ছে করে আমার!)
The prophet Muhammad said: "Don't beat her in the face, and do not make her ugly." See how she is honored. If the husband beats his wife, he must not beat her in the face. Even when he beats her, he must not curse her. This is incredible! He beats her in order to discipline her. (নবীজি আছিলেন বিশাল মানবিক মনের অধিকারী! স্ত্রীরে মারো, তয় মুখে মাইরা চেহারা নষ্ট কইরো না। তোমারই তো বউ, তার চেহারা তো তোমারেই দেখতে হবে! আর স্ত্রীরে মুখে মারার অনুমতি না দিয়া নবী কতোটা সম্মান দিলেন স্ত্রীজাতিরে, সেইটা খালি গর্দভেরাই বুঝে না!)
In addition, there must not be more than ten beatings, and he must not break her bones, injure her, break her teeth, or poke her in the eye. There is a beating etiquette. If he beats to discipline her, he must not raise his hand high. He must beat her from chest level. All these things honor the woman. (বিটিং এটিকেট? মানে প্রহারের আদবকায়দা? বাহ্! দারুণ তো! সবই নারীজাতির প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে।)
If he beats her, the beatings should not be hard, so that they do not leave a mark. He can beat her with a short rod. He must avoid beating her in the face or in places in the head where it hurts. The beatings should be on the body and should not come one right after the other. These are all choices made during the process, but beatings are allowed only as a last resort. (ছোট ডাণ্ডা দিয়া পিটান যাইতে পারে, থাইমা থাইমা এবং গায়ে দাগ যেন না পড়ে! মেয়েদের প্রতি মনোযোগ আর যত্নের শেষ নাই ইসলামে!)
The honoring of the wife in Islam is also evident in the fact that the punishment of beating is permissible in one case only: when she refuses to sleep with him. (আবার্জিগায়! বউয়ের ইচ্ছা-অনিচ্ছা, সুবিধা-অসুবিধা - এইসব আবার কী জিনিস! স্বামী কামোত্তেজিত হইসে, সেইটাই আসল! বউগুলারে সব সময় মনে রাখতে হবে: "স্বামী চাহিবামাত্র ..."। নাইলে সোজা পিটানি!)
ডাউনলোড লিংক (১১ মেগাবাইট)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন