ইংরেজিতে সার্কুলার লজিক (বা সার্কুলার রিজনিং) বলে একটি টার্ম আছে। অপযুক্তি হিসেবে তা ব্যবহার্য। বাংলায় কী নামে ডাকা হয়ে থাকে, জানা নেই আমার। "দুষ্টচক্র যুক্তি" বলা যায় হয়তো। তো ব্যাপারটি বুঝিয়ে বলার জন্যে ধর্মকারীতে আগে প্রকাশিত একটি ছবি আবারও ব্যবহার করছি।
বোঝা গেল, তাই না? আরও কয়েকটি ছবি দেখা যাক:
লক্ষ্য করে দেখবেন, বিতর্কের সময় ধর্মবিশ্বাসীরা এই দুষ্টচক্র ব্যবহার করে থাকে যত্রতত্র। নিচের ভিডিওতে এই ব্যাপারটিকে চরমভাবে ব্যঙ্গ করা হয়েছে। নাস্তিক-তর্কবিদরা প্রভূত আনন্দ পাবেন, এতে কোনও সন্দেহ নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন