ছাগলনাইয়ার বনলতা সেন-এর কল্যাণে পাওয়া একটি শিশুতোষ নির্ধর্মীয় পুস্তক-এর লিংক দিয়েছিলাম। বইটি ছিলো ইংরেজিতে।
এরই মধ্যে আরেক ব্লগার অনিগিরি দারুণ একটি কাজ করে ফেলেছেন। বইটির বড়ো একটি অংশ অনুবাদ করে তিনি সামহোয়্যারইন ব্লগে প্রকাশ করেছেন এবং বলেছেন, "বইটি আরো সুন্দর ও সাবলীলভাবে হয়ত কোন এক বইমেলায় প্রকাশিত হলেও হতে পারে"। খুবই সময়োপযোগী এবং প্রয়োজনীয় পদক্ষেপ হবে এটি। বড়ো ভালো হতো আসন্ন বইমেলায় তা প্রকাশ করা গেলে।
অনিগিরি-কে আন্তরিক অভিনন্দন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন