হ্যারায় ডরাইসে!
অবশ্য ভয় পাবারই কথা। বিশ্বজুড়ে বিশ্বাসীদের সংখ্যা এখন প্রবলভাবে নিম্নগামী। ধর্মহীনেরা ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্লজেট ছেড়ে, ধর্মের পথ ত্যাগ করতে শুরু করেছে সচেতন তরুণ সমাজ। এক খাঁটি খ্রিষ্টানের সাইটের প্রশ্নোত্তর অংশে একজন ধর্মবিশ্বাসীর প্রশ্নের অংশবিশেষ তুলে দিচ্ছি:
I attend Louisiana State University and I am a student worker at our school's library. Of all the people I work with, half are agnostic and the other half are atheists.
এদিকে Jehovah’s Witnesses নামের এক খ্রিষ্টান ধর্মীয় গ্রুপের মুখপত্র Awake-এর সাম্প্রতিকতম সংখ্যার প্রচ্ছদে মার্চ করে এগিয়ে যাওয়া নাস্তিকদের ছবি।
I attend Louisiana State University and I am a student worker at our school's library. Of all the people I work with, half are agnostic and the other half are atheists.
এদিকে Jehovah’s Witnesses নামের এক খ্রিষ্টান ধর্মীয় গ্রুপের মুখপত্র Awake-এর সাম্প্রতিকতম সংখ্যার প্রচ্ছদে মার্চ করে এগিয়ে যাওয়া নাস্তিকদের ছবি।
ভেতরে লেখা হচ্ছে, সমাজে নাস্তিকদের নতুন গ্রুপের উদয় হয়েছে। নব্য নাস্তিক নামে পরিচিত এরা তাদের মতামত নিজেদের ভেতরে চেপে রাখে না।
যুগ যুগ ধরে স্থানে-অস্থানে, পাত্রে-অপাত্রে, সময়ে-অসময়ে, কারণে-অকারণে, রেডিও-টিভিতে, পত্রিকায়-কলামে, আকাশে-বাতাসে (মাইকের কথা ভেবে দেখুন) ধর্মের অপ্রতিহত প্রচারের একচ্ছত্র আধিপত্যের কথা নয় বাদই দেয়া যাক। কিন্তু দুয়ারে দুয়ারে ঘুরে ধর্মপ্রচার করে কুখ্যাতি কামানো এই ধর্মীয় গ্রুপের মুখে এমন কথা শুনে প্রভূত আনন্দ লাভ করলাম বৈকি! তারা বলতে চায়, ধর্মপ্রচার যায়েজ, তবে ধর্মহীনদের মুখ তালাবন্ধ রাখতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন