রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১০

সাহসী Sinéad O'Connor


নিজে বিশ্বাসী খ্রিষ্টান হয়েও ক্যাথলিক চার্চে শিশুদের ওপরে যৌননিপীড়নের প্রতিবাদ তিনি করেছিলেন তীব্রভাবে। ১৯৯২ সালের কথা। আইরিশ গায়িকা Sinéad O'Connor স্টেজে গান শেষ করে ক্যামেরার সামনে তৎকালীন পোপ জন পলের ছবি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে বলেছিলেন: Fight the real enemy। প্রাসঙ্গিক একটি স-ভিডিও পোস্ট দেখে নেয়া উচিত হবে।

এই ঘটনার দু'সপ্তাহ পরে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়্যার গার্ডেনের স্টেজে গান গাইতে উঠলে তাঁকে দর্শকেরা শিস ও দুয়োধ্বনি দিতে থাকে অবিরাম। কিন্তু তিনি নির্ভিকভাবে নিশ্চল দাঁড়িয়ে থাকেন। তারপর সবাইকে স্তব্ধ ও স্তম্ভিত করে দিয়ে খালি গলায় গান শুরু করেন! কী প্রতিবাদী সেই কণ্ঠ! 

ক্যাথলিক চার্চগুরুর ব্রিটেন ভ্রমণের সময় এই ঘটনার কথা মনে পড়ে গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন