রবিবার, ৩ অক্টোবর, ২০১০

হি ইজ ফাকিং ডেড!


প্যাট টিলম্যান ছিলেন পেশাদার আমেরিকান ফুটবল খেলোয়াড়। ফুটবলে মাল্টি-মিলিয়ন ডলারের চুক্তি তুচ্ছ করে ২০০২ সালে তিনি যোগ দেন সামরিক বাহিনীতে। ২০০৪ সালে আফগানিস্তানে রহস্যজনকভাবে তিনি নিহত হন। সামরিক কর্মকর্তারা "শত্রুর হাতে তাঁর মৃত্যু হয়েছে" বলে চালিয়ে দেয়ার চেষ্টা করলেও নানান তদন্ত ও অনুসন্ধানের পর প্রায় নিশ্চিত হওয়া গেছে যে, তাঁর মৃত্যু হয় ফ্রেন্ডলি ফায়ারে।

তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে একজন বলেছিল, You'll see Pat again when the loving God reunites us all with our loved ones.

উত্তরে প্যাটের ছোট ভাই রিচার্ড টিলম্যান বলেন:
He's not with God. He's just fucking dead. He's not religious. So thanks for your thoughts but he's just fucking dead.

তাঁর এই বক্তব্যের পেছনে তিনি যুক্তি দাঁড় করালেন: I found it offensive. I don’t go into your church and say this is bullshit, so don’t come to my brother’s service and tell me that he’s with God. 

এ বছরে প্যাট টিলম্যানের রহস্যজনক মৃত্যু বিষয়ে The Tillman Story নামে একটি ডকুমেন্টারি ছবি মুক্তি পেয়েছে। সে প্রসঙ্গে বিল মারের অনুষ্ঠানে কথা বলতে এসেছিলেন রিচার্ড টিলম্যান। পুরো ভিডিও দেখতে না চাইলেও ৫.৩০ মিনিট থেকে দেখাটা অবশ্য উচিত হবে। অন্তত ওপরে বর্ণিত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ঘটনাটি প্রত্যক্ষ করতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন