আল্লাহর অস্তিত্বের প্রশ্নাতীত প্রমাণ বিষয়ক পোস্ট দেয়ার পরে এই সিরিজ অপ্রয়োজনীয় মনে হতে পারে
বিদেশী রচনার ছায়া অবলম্বনে রচিত।
প্রমাণ ২৬.
আল্লাহর অস্তিত্ব নেই, সেটা কি কখনও সম্ভব? একেবারেই নয়। অতএব প্রমাণিত হয় যে, আল্লাহর অস্তিত্ব আছে।
প্রমাণ ২৭.
শেষ বিচারের দিনে আল্লাহর মুখোমুখি হয়ে তুমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাবে। আল্লাহর অস্তিত্বের প্রমাণ হিসেবে এটাই কি যথেষ্ট নয়?
প্রমাণ ২৮.
আচ্ছা গর্দভ তো তুমি! আল্লাহ না থাকলে পৃথিবীর প্রথম পুরুষ হযরত আদমের আবির্ভাব কি হতো? হতো না। আর এ থেকেই প্রতীয়মান হয়, আল্লাহর অস্তিত্ব আছে।
প্রমাণ ২৯.
আল্লাহর অস্তিত্ব বিষয়ক বিতর্কের সময় শত যুক্তি দেখিয়েও আস্তিকদের বিশ্বাসচ্যুত করতে ব্যর্থ হয় নাস্তিকেরা। এটা কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ নয়?
প্রমাণ ৩০.
আল্লাহ না থাকলে এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা তুচ্ছ হিসেবে প্রমাণিত হতাম। কিন্তু আল্লাহই তো বলেছেন, আমরা সৃষ্টির সেরা জীব - আশরাফুল মখলুকাত। অতএব প্রমাণিত হয় যে, আল্লাহর অস্তিত্ব আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন