আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ২২ অক্টোবর, ২০১০

বুদ্ধু বৌদ্ধ ভিক্ষুদ্বয়


আচ্ছা, বিশ্বাসের প্রকাশ এতো উদ্ভট কেন? ধর্মবিশ্বাসীদের সাধারণতম জ্ঞানও লোপ পায় বলে? আর তাই তো তাদের কিছু কাজ-কারবার দেখলে হাসি নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হয়ে পড়ে!

অনেকেই বলে, বৌদ্ধধর্ম বলে কিছু নেই, আছে বুদ্ধের দর্শন! আমার সীমিত জ্ঞান ও স্থূল বুদ্ধি দিয়ে যতোটুকু বুঝি, তা হলো, ভগবানেশ্বারাল্লাহ জাতীয় ধারণা এই "দর্শনে" না থাকলেও ধর্মের যাবতীয় বৈশিষ্ট্যসূচক সমস্ত চরিত্রই এতে বিদ্যমান। এবং তা ধর্মই। 

এখন পড়ুন দুই বৌদ্ধ ভিক্ষুর ধর্মবিশ্বাসীসুলভ ছাগলামির কথা।

বৌদ্ধধর্মের করুণার দেবী (দেবতা-দেবী তো ধর্মেই থাকে, নাকি?) Guanyin-এর মূর্তির কাছে পৌঁছতে এই দুই গাঁড়োল হামাগুড়ি দিয়ে পাড়ি দেবে ৫০০ মাইল পথ


শুধু কি তাই? প্রতি তৃতীয় পদক্ষেপ (নাকি হাঁটুক্ষেপ) পর তারা থামবে, তারপর দেবীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে মাথা নোয়াবে। ছাগল কি গাছে ধরে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন