আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ১৮ অক্টোবর, ২০১০

ইচলাম!!


লিখেছেন সৈকত চৌধুরী

ইচলাম ইচলাম, সবকিছু জটলাম
দুনিয়ার জ্ঞান যত পাবে সব কোরানে!
ইচলাম ইচলাম, এইবার প্যাচলাম,
নিউটন-আইনস্টাইন, জ্ঞানী যত জাহানে
সব কিছু করে চুরি দেখে দেখে কোরানে!!


আছে যত পরী-জ্বীন আর সব ইনসান
পারে না’ক বানাতে এক খানা কোর-রান!
কোরানের বাণী যত সব লিখে আল্ল্যা
আকৃতি নেই যার নেই যার কল্লা,
তবু ভাই মাথা তার ভরে আছে জ্ঞানে
এতসব ভেবে তাই পড়ে থাকি ধ্যানে।
পাছা নেই তবু ভাই চায় সে যে বসতে
আরশ-কুরছি নাও বসবেই সে বসবে,
অবশেষে আট জন আরশ লয় মাথাতে
তার ‘পরে আল্ল্যায় মজা করে বসে সে।**

নেই জানি রূপ তার আছে শুধু চ্চেতনা
তবু কেন ইবাদত লাগে তার জানি না।
কিসের জ্বালাতে হায় - তিনি নরক সৃজিলেন?
কী লাভ মানুষ বানিয়ে - যদি চিরকালই পোড়ালেন?

ইবাদত পেতে তার কতই ছলনা, 
মদ দেব, দুধ দেব আর দেব ললনা!
এত লোভে-ভয়ে যদি করি তার ইবাদত, 
তাই পেয়ে খুশি হয় কোন সে আহম্মক??

বিজ্ঞানী হব বলে খুলে বসি কোর-রান
জ্ঞান সে যে মেলে না’ক খুঁজে আমি হয়রান,
ভারী হয়ে এল মাথা চারদিক থমথম
অবশেষে চোখ জুড়ে এল মোর মহা-ঘুম।

চেয়ে দেখি পাশে মোর বসে আছেন হজরত
শুধালাম, মেলে-নি-জ্ঞান, আপনার কি মত?
কেশে বলেন হজ্জত, চাস হতে বেজ্জত,
‘ঈমান নাই’ জ্ঞান তুই কেমতে পাবি উহাতে?
বলি আমি, হজ্জত রাখেন ছা-ই ইজ্জত
বে-ঈমান বিজ্ঞানী লভে তাহা কি মতে?

দেখি বাবা হজ্জত ঠক্ঠক কাঁপছেন
উরুগুলো দিয়ে যেন হাতুড়ি পেটাচ্ছেন,
বলেন মোরে, ওরে বাবা জ্ঞান মোর হাটুতে
এট্টু যদি ‘পরে ওঠে করে শুরু কাঁপিতে,
এই জ্ঞান দিয়া মুই বানালাম কোর-রান
যত সব বেয়াকুব না বুঝেই গায় গান,
বুঝে গেছ তুমি ভাই এই মোর কেল্লা
আমিই বানিয়েছি সব আমিই ‘ল্লার আল্লা।

এই শুনে ঘুম ভেঙে মাথা তুলে বসলাম
পুঁথিগুলো ছুড়ে ফেলে ঝেড়ে কেশে হাসলাম।



[উত্তরোত্তরাধুনিক কবিতা লেখার সব প্রচেষ্টা অবশেষে পুঁথি আশ্রয়ী ছড়ায় পর্যবসিত হল। J
কল্লা- মাথা, মুণ্ডু ( ফারসি ‘কল্লাহ’ থেকে আগত)
আরশ- রাজসিংহাসন।
‘পরে- উপরে
** সূরা হাক্কাহ!! ৬৯ : ১৭]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন