সোমবার, ২৫ অক্টোবর, ২০১০

খ্রিষ্টান জঙ্গিরা


হুমায়ুন আজাদ একবার লিখেছিলেন, "ভণ্ড" বললেই "পীর" শব্দটি চলে আসে। ঠিক সেভাবেই "জঙ্গি" বললেই অবধারিতভাবে মাথায় আসে "ইসলামী" শব্দটি। কারণ হয়তো এই যে, "প্রত্যেক মুসলমান জঙ্গি নয় বটে, তবে প্রায় প্রত্যেক জঙ্গিই মুসলমান"। যাদের কারণে "প্রায়" বলতে হলো, তাদের একাংশের কাহিনী শুনুন। আমেরিকায় অ্যাবোরশন-বিরোধী আন্দোলনে খ্রিষ্টধর্মবাদী এই জঙ্গিগুলোর সক্রিয়তার নমুনা দেখুন ভিডিওতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন