আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০১০

ইরানের গোস্বা


নিশ্চয়ই পাথর ছুঁড়ে হত্যার ইসলামী বিধানটি অত্যন্ত মানবিক এবং এই বিধানের বিরোধিতা বস্তুত বর্বরদের কাজ! 

ইরানে (এবং আরও কিছু মুসলিম দেশে) শাস্তির এই ইসলামী প্রথার চর্চা চলেছে নিয়মিত। কিন্তু তা নিয়ে সমালোচনা করলে সেটা হয় ইসলামবিরোধী ষড়যন্ত্র! 

লন্ডনে অচিরেই দেখানো হবে The Stoning Of Soraya M নামের একটি ছবি (এই ছবি প্রসঙ্গে ধর্মকারীতে প্রকাশিত পোস্ট। স্ট্রিমিং ও ডাউনলোড লিংকসহ।)। আর তাই লন্ডনের নেয়া সিদ্ধান্তের বিরোধিতা করছে ইরান। পাথর ছুঁড়ে হত্যা করলে দোষের কিছু নেই, কিন্তু সেটা দেখালেই দোষ! পারলে লন্ডনকেই এখন পাথর ছুঁড়ে ধ্বংস করে ফেলে ইরান।

ছবিটি ডাউনলোড করে রেখেছি কয়েক মাস হলো। দেখার সাহস করে উঠতে পারিনি। চেনা-জানা যারা দেখেছে, তারা একবাক্যে বলেছে, ছবিটি প্রচণ্ড বেদনা-জাগানিয়া এবং ক্ষেত্রবিশেষে অসহনীয় রকমের কষ্টকর। এক পরিচিতা ছবিটি দেখে অঝোর ধারায় কেঁদেছে। 

স্কাই নিউজের খবর দেখুন। ছবির কিছু অংশসহ।


প্রাসঙ্গিক একটি জরুরি পোস্ট। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন