দু'টি পরিবর্তন আনা হলো ধর্মকারীতে।
এক. এখন থেকে প্রকাশিতব্য প্রায় প্রতিটি পোস্টের শুরুর অংশটি (teaser) থাকবে মূল পাতায় এবং "আগাপাছতলা>" লিংকে ক্লিক করে পূর্ণ পোস্টটি দেখতে/পড়তে হবে। পদ্ধতিটি পূর্ণ মাত্রায় চালু হবার পর থেকে প্রথম পাতা আগের চেয়ে দ্রুত লোড হবার কথা। ধর্মকারীর মূল পাঠকগোষ্ঠীর বাস নিম্ননেটস্পিডাক্রান্ত বাংলাদেশে। তাঁরা এ থেকে উপকৃত হবেন বলেই আশা করা যায়।
দুই. ধর্মকারীর যে-কোনও লিংকে লেফট-ক্লিক করলেই তা আলাদা একটি ট্যাবে খুলবে। রাইট ক্লিক করে নতুন ট্যাবে/উইন্ডোতে খোলার ঝামেলা থাকছে না, থাকছে না ব্যাক বাটন টেপার বিরক্তিকর ব্যাপারটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন